
সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে ৫ যুবদল নেতাকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অধীনে পাঁচটি থানা কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীল কয়েক নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট নুরুল হক ও সাধারণ সম্পাদক মুমিনুল হক মুমিনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উচ্চ পর্যায়ে সিলেট জেলা যুবদলের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট নুরুল হক ও সাধারণ সম্পাদক মুমিনুল হক মুমিন জানান, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মাহমুদ আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক করিম আহমদ, জালালাবাদ উপজেলার যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ নিপু, বিয়ানীবাজার উপজেলার যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন এবং গোলাপগঞ্জ উপজেলার যুবদলের সহ-সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ-পদবি স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিভিন্ন অভিযোগে একাধিকবার সতর্ক করার পরও তারা দলের পদ-পদবি ব্যবহার করে আত্মস্বার্থে দলবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তাদের বহিষ্কার করে, কার্যক্রমে চিঠি তাদের নিজ নিজ থানায় পৌছানোর মোতাবেক প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে (এম এ কুতুব চৌধুরী)।
যুবদল নেতাকে বহিষ্কার
জানানো হয়। অন্য থেকে যুবদলের বহিষ্কৃত নেতারা দলীয় কোন কমিটির সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে সিলেটে জেলা যুবদলের সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের সাথে কোনভাবে কর্মসম্পর্ক রাখার না থাকার আহ্বান জানানো হয়।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুমিনুল হক মুমিন পরিষ্কার করে বলেন, দল থেকে কোন তিনজন বহিষ্কৃত হওয়ার পরও দলীয় নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা এবং এর অন্তর্ভুক্ত উপজেলা শাখার কমিটির নেতৃবৃন্দকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
