দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হককে জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হককে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একইসঙ্গে যুবদলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে, যাতে তারা বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখেন।
এ বিষয়ে দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপোস করব না। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও চলমান থাকবে।
